তোয়ালেতে লুকানো ‘পার্টি ড্রাগ’ কেটামিন জব্দ, পাচার হচ্ছিল কুরিয়ার সার্ভিসে; গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গী থেকে ৬ দশমিক ৪৪ কেজি 'পার্টি ড্রাগ' কেটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক হাসান মারুফ।
তিনি বলেন, 'একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতালি পাচারের চেষ্টা করা হচ্ছিল কেটামিনের চালানটি।' গ্রেপ্তাররা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. মাসুদুর রহমান জিলানী (২৮) ও ফরিদপুরের আরিফুর রহমান (৪৩)।
হাসান মারুফ বলেন, 'গত শুক্রবার টঙ্গীতে খাকি রঙের কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া যায়। রাসায়নিক পরীক্ষায় তোয়ালেতে দ্রবীভূত অবস্থায় কেটামিনের উপস্থিতি ধরা পড়ে।'
ডিএনসি জানায়, পার্সেলের প্রেরকের ঠিকানা, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, তিনি ফরিদপুরের আরিফুর রহমানের সঙ্গে মিলে চালানটি ইতালি পাঠানোর চেষ্টা করছিলেন। আরিফুর আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম হোতা। পরে ফরিদপুরের সালথার আটঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কেটামিন সম্পর্কে মহাপরিচালক বলেন, 'আগে অস্ত্রোপচারে রোগীকে অজ্ঞান করতে ওষুধটি ব্যবহার করা হলেও এখন তা মাদক হিসেবে অপব্যবহার হচ্ছে। বিশেষ করে 'পার্টি ড্রাগ' হিসেবে এটি জনপ্রিয়তা পেয়েছে। স্বল্পমেয়াদে কেটামিন সেবনে বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক জটিলতা দেখা দেয়। দীর্ঘমেয়াদে কিডনি ও মূত্রথলির ক্ষতি, মানসিক সমস্যা ও আসক্তির ঝুঁকি তৈরি হয়।'
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মাদক চক্রের নতুন কৌশল ঠেকাতে কুরিয়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানায় ডিএনসি।