সংসদ ভবন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর সংসদ ভবন এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে মিছিলটি শুরু হয়ে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুপুরে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামারবাড়ির দিকে চলে যায়।'
জানা যায়, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করে।