ধানমন্ডিতে হঠাৎ আ.লীগের মিছিল, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী শোডাউন ও মিছিল করে।
শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে হঠাৎ দলটির নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের মূল সড়কে ওঠেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে স্লোগান দিতে দিতে হঠাৎই আওয়ামী লীগের সমর্থকরা সড়কে জড়ো হন। এরপর তারা মিছিল শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সামনে পৌঁছান। সেখানে কয়েক মিনিট অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে দ্রুত আশপাশের গলির ভেতরে চলে যান।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ওষুধের দোকানের কর্মচারী মো.সৈকত টিবিএসকে বলেন, 'বেলা ৩ টার দিকে কিছু মানুষ জয় বাংলা শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে গেছেন। এরপর কিছু দূর সামনেই স্বপ্ন সুপার শপের উল্টো দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তখন মিছিলের লোকজন দৌড়ে পালিয়ে যায়।'
ধানমন্ডি -২৭ নম্বরের ডান পাশের সড়কের ফুলের দোকানি মো.তুহিন টিবিএসকে বলেন, 'শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়। ভয়ে আমরা দোকান রেখে দৌড়ে পেছনে চলে গিয়েছিলাম।'
সেই সময়ে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকায় ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'না, যখন মিছিল হচ্ছিলো তখন কোনো পুলিশ ছিল না। মিছিল করে তারা চলে যাওয়ার পর পুলিশের দুইটা গাড়ি এসেছে।'
২৭ নম্বর সড়কের স্বপ্ন সুপার শপের উল্টো পাশের আব্দুর সালাম নামের এক নিরাপত্তাকর্মী টিবিএসকে বলেন, 'মেলা লোকজন দেখলাম দৌড়াদৌড়ি করতেছে। পরে রাস্তায় বাইর হইয়া দেখি জয় বাংলার নামে মিছিল। এরপর বোমা ফাটানোর মত ২/৩ টা শব্দ হয়। পরে শুনছি ককটেল মাইরা তারা পলাইছে। তখন ভয়ে আমরা বাড়ির গেট বন্ধ কইরা দিছিলাম।'
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘটনার পরে থেকেই ওই সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দুইটি গাড়ি সড়কে অবস্থান করছে। এছাড়া সড়কের মুখেও পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে।