প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন
প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এতথ্য নিশ্চিত করেন।
মামলার বাকি দুই আসামি হলেন- ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (চিফ সিএইচআরও) সাইয়িদা হোসেন।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাকিবুল আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজিরে সমন জারি করেন।
এ বিষয়ে এক বিবৃতিতে গ্রামীণফোন জানায়, 'এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা। আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনের প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস করি, মাননীয় আদালতে আমরা ন্যায়বিচার পাব।'
