মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি

মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি এবং জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কাজের অনুমতি পেয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫ আগস্ট পার্লামেন্টে লিখিত জবাবে জানিয়েছে, ২০২২ সালে কোভিড-১৯ মহামারির পর দেশটির সীমান্ত পুনরায় খোলার পর ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন।
২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত ও সহজ করার জন্য যখন ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান চালু করা হয়। তখন মোট তিন লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন বাংলাদেশি শ্রমিক এই পরিকল্পনার মাধ্যমে মালয়েশিয়ায় আসেন।
এর পাশাপাশি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশি অস্থায়ী কাজের অনুমতিপত্র পাওয়া শ্রমিককে তাদের নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, জুন ২০২৫ পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ আট লাখ তিন হাজার ৩৩২ জন সক্রিয় বাংলাদেশিকে তালিকাভুক্ত করেছে এবং তাদের সবার অনুমতিপত্র রয়েছে। এ সংখ্যা বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ এবং মালয়েশিয়ায় সবচেয়ে কম দক্ষ শ্রমিকদের সর্ববৃহৎ উৎস হিসেবে বাংলাদেশকে অবস্থান দিয়েছে।
অবৈধ অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে, মোট ৭৯০ জন বাংলাদেশি নাগরিককে তাদের ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আটক করা হয়েছে।
মন্ত্রণালয় এক প্রশ্নের জবাবে এসব তথ্য দিয়েছে। প্রশ্নে ২০২২ ও ২০২৩ সালে মালয়েশিয়ায় আসা বাংলাদেশি শ্রমিকের মোট সংখ্যা, বৈধ কাজের অনুমতিপত্রধারীদের সংখ্যা, অবৈধ শ্রমিক এবং দেশে ফেরত পাঠানো শ্রমিকদের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল।