গাজীপুরে পোশাকশ্রমিকদের ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এসময় রাওয়া ফ্যাশন ও ইউরো জিন্স নামে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাওয়া ফ্যাশনের শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ধরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিকরা জানায়, ভোগড়া এলাকায় অবস্থিত রাওয়া ফ্যাশনের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ আগস্ট বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর জের ধরে শ্রমিকরা বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে।
এসময় তারা পাশের ইউরো জিন্স কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বিক্ষোভে যোগ দিতে বলেন। কিন্তু ইউরো জিন্সের শ্রমিকরা অংশ নিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশ–২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন সিকদার জানান, ভোগড়া এলাকার রাওয়া ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে আধা ঘণ্টা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।