ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া
 
ইউক্রেনে আবারও সপ্তাহের মধ্যে অন্যতম বড় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলায় দেশটির পশ্চিমাঞ্চলের লভিভ শহরে একজন নিহত হয়েছে এবং দক্ষিণ-পশ্চিমের ট্রান্সকারপ্যাথিয়া অঞ্চলে ১৫ জন আহত হয়েছে। খবর বিবিসি'র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ বন্ধে কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন, তখনই এই হামলাগুলো ঘটল। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, এই হামলাগুলো তুলে ধরেছে কেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা 'এত গুরুত্বপূর্ণ'।
ভলোদিমির জেলেনস্কি পুনরায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে 'নিরপেক্ষ ইউরোপে' বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সুইজারল্যান্ড বা অস্ট্রিয়াকে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেছেন, তবে ইস্তাম্বুলেও বৈঠক করার সম্ভাবনা উন্মুক্ত রাখছেন।
জেলেনস্কি বলেছেন, তিনি 'যেকোনো ফর্ম্যাটে' বৈঠকের জন্য প্রস্তুত। তবে বুদাপেস্টে বৈঠকের ক্ষেত্রে তার কিছু আপত্তি রয়েছে। তিনি হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, 'আমি বলছি না অরবানের নীতি ইউক্রেনের বিরুদ্ধে, তবে এটি ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে ছিল।'
সম্প্রতি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতিনের সঙ্গে বৈঠকের পর সরাসরি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানান।
প্রথমে তিনি ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব দেন, যেখানে তিনি নিজে, পুতিন ও জেলেনস্কি উপস্থিত থাকবেন। পরে তিনি জানান, হয়তো তার উপস্থিতি ছাড়া বৈঠক হওয়াই ভালো হবে। তিনি বলেন, 'এখন আমি মনে করি তাদের আমাকে ছাড়া দেখা করা ভালো… প্রয়োজন হলে আমি যাবো।'
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার নিক্ষেপ করা ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৭৭টি তারা ধ্বংস করেছে। এটি জুলাইয়ের পর থেকে সবচেয়ে বড় হামলা। পূর্বাঞ্চলের সামরিক এলাকা লক্ষ্য করা আগের হামলার থেকে ভিন্ন, এবার পশ্চিমাঞ্চলের শহরগুলোতেও ক্ষতি হয়েছে।
সিবিহা জানিয়েছেন, হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার বেশিরভাগ পশ্চিম রাশিয়া ও কৃষ্ণ সাগর থেকে চালানো হয়, একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে নিক্ষিপ্ত হয়।
মুকাচেভো, ট্রান্সকারপ্যাথিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মার্কিন ইলেকট্রনিক্স কারখানায় আঘাত হানায় ১৫ জন আহত হয়েছেন। এই কারখানায় কফি মেশিন ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী উৎপাদিত হয়।
সিবিহা সামাজিকযোগাযোগমাধ্যমে লিখেছেন, 'একটি ক্ষেপণাস্ত্র আমাদের পশ্চিমতম অঞ্চলের একটি প্রধান মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে আঘাত হানে, যা বড় ধরনের ক্ষতি ও হতাহতের কারণ হয়েছে।'
ট্রাম্প-জেলেনস্কি সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে চলমান আলোচনার মধ্যেও জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, মস্কো এখনও যুদ্ধ শেষ করার জন্য 'গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার কোনও স্পষ্ট ইঙ্গিত' দেখায়নি।
রাশিয়ার বহু সেনা দক্ষিণাঞ্চলীয় ফ্রন্ট জাপোরিঝিয়াতে অবস্থান করছে। জেলেনস্কি বলেন, 'আমরা দেখতে পাচ্ছি তারা কুরস্কের দিক থেকে কিছু অংশ জাপোরিঝিয়াতে সরিয়ে নিয়ে যাচ্ছে।'
এদিকে, ইউক্রেনীয় বাহিনী দনবাসের সীমান্তবর্তী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং রাশিয়ার দখলকৃত দোনেৎস্কে একটি ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে। এছাড়া অন্যান্য সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যেও আঘাত হেনেছে।
২০২২ সালের পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পর লুহানস্ক ও দোনেৎস্কসহ পূর্ব ইউক্রেনের বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের এক-পঞ্চম অংশ দখল করছে, যার মধ্যে ২০১৪ সালে যুক্ত ক্রিমিয়াও রয়েছে।
এই স্থবির পরিস্থিতিতে রাশিয়া ঘন ঘন বিমান হামলার ওপর নির্ভর করছে, যাতে ইউক্রেনের ওপর চাপ বাড়ানো যায়; বিশেষত আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা তীব্র হওয়ায়। জুলাইয়ে ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলায় একসাথে ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া।
সিবিহা আরও একবার মিত্র দেশগুলোর কাছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে হামলা প্রতিরোধ করা সম্ভব হয়।

 
             
 
 
 
 
