২,৭০০ কোটি টাকার দুটি প্রণোদনা প্যাকেজ অনুমোদন দিলো সরকার

দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং করোনাভাইরাস মহামারির মধ্যে অত্যন্ত দরিদ্র, বৃদ্ধ ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচী সম্প্রসারণের লক্ষ্যে দুটি নতুন প্রণোদনা কর্মসূচী অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক বিবৃতিতে জানানো হয়, মোট ২,৭০০ কোটি টাকা বরাদ্দের এই দুই কর্মসূচি দ্রুতই বাস্তবায়ন করা হবে।
প্রথম নতুন অনুমোদিত প্যাকেজটির আকার ১,৫০০ কোটি টাকা, যার অধীনে ক্ষুদ্র ও কুটির ও মাঝারি শিল্প ও নারী উদ্যোক্তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাকে (বিসিক) ১০০ কোটি টাকা এবং জয়িতা ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা প্রদান করা হবে।
এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে এনজিও ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনকে ১০০ কোটি টাকা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে ৩০০ কোটি টাকা প্রদান করা হবে।
অনুমোদিত দ্বিতীয় প্যাকেজটির আওতায় ১,২০০ কোটি টাকা ব্যয়ে আগামী ২০২১-২২ অর্থবছরে দেশের ১৫০টি উপজেলায় দরিদ্র্য বৃদ্ধা, বিধবা ও স্বামী পরিত্যক্তা সকল নারীকে ভাতার আওতায় আনা হবে।
নতুন অনুমোদিত এই দুটিসহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা ২৩, যার মোট আর্থিক পরিমাণ ১ লক্ষ ২৪ হাজার ৫৩ কোটি টাকা (জিডিপি'র ৪.৪৪ শতাংশ)।