পার্বত্য চট্টগ্রামে দেখা মিলল চিতাবাঘের

গাঢ় সবুজ গাছপালার আড়ালে, শান্ত এক ফাঁকা জায়গায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এক পূর্ণবয়স্ক চিতা বাঘ—সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে ক্যামেরার ফাঁদে বন্দী হলো এমনই এক বিরল দৃশ্য!
বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এই ছবি তুলেছে।
বুধবার (২৫ জুন) রাতে সিসিএ তাদের নিজস্ব ফেসবুক পেজে দিনের আলোয় তোলা চিতাবাঘের দুটি ছবি প্রকাশ করে।
ছবিতে দেখা যায়, বনভূমির ঘন সবুজ গাছপালার আড়ালে থেকে এক চিতা বাঘ বের হয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। যদিও ছবিতে বাঘটির লিঙ্গ শনাক্ত করা যায়নি।

পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে ক্যামেরা ফাঁদে ধরা পড়ায় এই রহস্যময় বন্যপ্রাণী নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।
তবে শুধুমাত্র সংরক্ষণ প্রচেষ্টা যথেষ্ট নয়, স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ছাড়া বাঘের টিকে থাকা সম্ভব নয়—এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। তাই সিসিএ ও তাদের সহযোগী সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে, যাতে পার্বত্য চট্টগ্রামে মানুষের সঙ্গে বাঘের সহাবস্থান নিশ্চিত করা যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সংশ্লিষ্ট বনের অবস্থান বান্দরবানের বলে ধারণা করছেন। বান্দরবানের চিম্বুক রেঞ্জ, মোদক রেঞ্জ ও রেং তলাং রেঞ্জের গভীর রাতের জঙ্গলে প্রায়শই অদ্ভুত পশুপাখির কণ্ঠস্বর শোনা যায় বলে দাবি করেন অনেকে।
আবার অনেকেরই দাবি, এসব বনে বানর, মেছোবাঘ, ধূসর বনমোরগ এবং সবুজ বোড়া সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে।