নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার

নিউজিল্যান্ডে বাসে ভ্রমণের সময় এক নারীর লাগেজ থেকে দুই বছর বয়সি একটি শিশুকে উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার দেশের উত্তরাঞ্চলের ছোট শহর কাইওয়াকার একটি বাস স্টপে একজন যাত্রী লাগেজ কম্পার্টমেন্টে যেতে চাইলে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
'চালক লাগেজটি নড়তে দেখে সন্দেহ করেন। পরে স্যুটকেসটি খুললে তিনি দুই বছর বয়সি মেয়েশিশুটিকে দেখতে পান,' এক বিবৃতিতে বলেছে নিউজিল্যান্ড পুলিশ।
২৭ বছর বয়সি ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুর প্রতি অবহেলা ও নির্যাতনের অভিযো আনা হয়েছে।
পুলিশ বলেছে, 'ছোট মেয়েটির শরীর খুব গরম ছিল। তবে বাহ্যিকভাবে তার কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে।'
তারা আরও জানায়, শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।
ওই নারী ও শিশুটির মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয়নি।
সোমবার নর্থ শোর ডিস্ট্রিক্ট কোর্টে ওই নারীকে হাজির করার কথা রয়েছে।
পুলিশ বলেছে, 'আমরা বাসচালককে ধন্যবাদ ও প্রশংসা জানাতে চাই। তিনি বুঝতে পেরেছিলেন, কিছু একটা ঠিক নেই এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। তার এই পদক্ষেপে একটি ভয়াবহ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।'