মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ১৫ বছর বয়সী আরেক কিশোরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩০

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ আরেক কিশোর মারা গেছে। এ নিয়ে এই দুর্ঘঠনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ।
গত ২১ জুলাই স্কুলটির প্রাথমিক শাখার ভবনে বিমান বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৫ বছর বয়সী মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।
আজ (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
গতকাল (২৩ জুলাই) সকাল থেকেই মাহতাবের অবস্থা সংকটাপন্ন ছিল এবং চিকিৎসকদের মতামত অনুযায়ী তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
উল্লেখ্য, ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আইএসপিআরের তথ্যমতে, যুদ্ধবিমানটি দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ঘাঁটি বীরউত্তম একে খন্দকার থেকে উড্ডয়ন করে এবং কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।
বিমানটির পাইলট ইজেকশন করে বেরিয়ে এলেও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার সময় ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ বাকি ছিল, ঠিক তখনই যুদ্ধবিমানটি প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে সোমবার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।