খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে একজনের মৃত্যু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
নিহতের নাম নীরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার পরিদর্শক মো. মাসুদ।
তিনি বলেন, 'আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা জানাজায় ডিউটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না।'
তবে শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বলেন, 'নিহত ব্যক্তির নাম নীরব হোসেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে বলতে পারব।'
