ছবিতে খালেদা জিয়ার অন্তিম যাত্রা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আজ সকালে (৩১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতাল থেকে প্রথমে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়।
সেখানে পরিবারের সদস্যরা এবং বিএনপির নেতা-কর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়, যেখানে তারেক রহমান নিজেও তিলাওয়াতে অংশ নেন।
সেখান থেকে বেগম জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। জোহরের নামাজের পর দুপুর ২টায় সংসদ ভবনের ভেতরের চত্বর, বাইরের এলাকা এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের পেছনে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।
দীর্ঘদিন ধরে নানা অসুস্থতার সঙ্গে লড়াই করার পর গতকাল (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।
