'এমন নেত্রী আমরা আর পাব না': খালেদা জিয়াকে বিদায় জানাতে আসা সমর্থক
এক রাজনৈতিক আইকনকে শেষ বিদায় জানাতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) খুব ভোরে গাজীপুরের বাসা থেকে বের হয়েছিলেন মোহাম্মদ এসহাক আলী। বেলা ১১টার মধ্যে তিনি জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী কলেজ গেট এলাকায় পৌঁছে যান। সেখানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা হাজার হাজার মানুষের মিছিলে যোগ দেন তিনি।
মূলত বগুড়ার বাসিন্দা এসহাক আলীর জীবনে খালেদা জিয়া এক বড় অনুপ্রেরণার নাম। প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করে তিনি বলেন, 'যেহেতু উনার বাড়ি আমাদের এলাকায়, তাই আমি অনেক জনসভায় উনার বক্তব্য শুনেছি। এমন নেত্রী আমরা আর পাব না।'
জানাজা স্থলের দিকে যাওয়ার পথে মানিক মিয়া অ্যাভিনিউতে হ্যান্ড মাইক উঁচিয়ে টুপি বিক্রি করছিলেন হকাররা। সেখান থেকে ২০ টাকা দিয়ে একটি টুপি কিনে জানাজার মাঠের দিকে এগিয়ে যান এসহাক। বগুড়ায় আসন্ন নির্বাচনের জন্য খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যা এসহাকের মতো সমর্থকদের কাছে তাদের প্রিয় নেত্রীর প্রতি দীর্ঘদিনের আবেগ ও আস্থার প্রতিফলন।
আজ ভোর থেকেই কুড়িগ্রাম, কুমিল্লা, ফেনী ও ময়মনসিংহের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেন। অনেকে ভোর ৪টার মধ্যেই সেখানে পৌঁছে যান। গতকাল (৩০ ডিসেম্বর) ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করা এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শোক জানাতে অনেকের পোশাকে ছিল কালো ব্যাজ।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ জোহরের নামাজের পর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
