ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনায় পাকিস্তানের অনুমতি পেল বিমান বাংলাদেশ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট শুরু হতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথোরিটি (সিএএ)। শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বেশ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফলাফল হিসেবেই পুনরায় সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার পর পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে অনুমোদন দেয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত এই ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে।
এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।
