২০ বছর কারাভোগ করা ২৯ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

রেয়াতসহ ২০ বছর সাজা ভোগ করা আরও ২৯ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিয়েছে সরকার।
আজ (১৩ জুলাই) বাংলাদেশ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ, গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা এবং কারা বিধির ৫৬৯ ধারায় সরকারের ক্ষমতাবলে এসব বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদাশয় সরকারের এ সিদ্ধান্তের ফলে ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ১০৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি কারামুক্ত হলেন।