মিরপুরে অবৈধভাবে বিক্রি হওয়া ৫০ পাখি ও কচ্ছপ উদ্ধার, বিক্রেতা আটক

রাজধানীর মিরপুরে অবস্থিত কবুতর হাটে আজ (১১ জুলাই) বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ) বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে আনা ৫০টি বন্য পাখি ও ১টি ভারতীয় রুফড-টার্টেল উদ্ধার করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে: ২৩টি রিং-নেকড টিয়া, ১৪টি সাধারণ ময়না, ৩টি পাহাড়ি ময়না, ২টি পাম-হেডেড টিয়া, ২টি বন ময়না, ২টি ব্যাংক ময়না, ২টি কবুতর এবং ১টি শিকরা। উল্লেখ্য, এসব প্রজাতির কয়েকটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাধীন।

পরিবেশ উপদেষ্টা জানান, ডব্লিউসিসিইউ এখন থেকে প্রতি শুক্রবার এই পাখি বাজারে অভিযান চালাবে।
এছাড়া, বন অধিদপ্তর এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে।

মিরপুর কবুতর হাট ঘরোয়া ও বিদেশী পাখির ব্যবসায় নামক এবং অভিযোগ আসছে যে এখানে বেআইনি বন্যপ্রাণী ব্যবসা করা হয়।
মিরপুর পাখি বাজার নামে পরিচিত এই কবুতর হাট দেশি-বিদেশী প্রজাতির পাখি বিক্রির জন্য পরিচিত।

১৯৮০-এর দশকে এটি একটি কবুতর হাট হিসেবে প্রতিষ্ঠিত হলেও, বর্তমানে এটি এক কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে বিদেশী পাচারকৃত প্রজাতি সহ নানা ধরনের পাখি বিক্রি হয়।