শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পরিবেশ উপদেষ্টা

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।'
মঙ্গলবার (১৫ জুলাই) কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর বাম তীর পূব সতকর্তামূলক কাজের পরির্দশনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় রিজওয়ানা বলেন, তিস্তা নদীটার গতি প্রকৃতিটা অনেকটাই আমাদের ওপর আসলেই নির্ভর করে না।এটা নির্ভর করে উজানের দেশের ওপর। সরকারি পর্যায় থেকে তিস্তা মহাপরিকল্পনা ব্যাপারে কাজ করা হয়েছিল।
তিনি বলেন, আপনারা জানেন যে ২০১১ সালে একটা চুক্তি করা হয়েছিল, তবে সেই চুক্তি এখনও স্বাক্ষর করা হয়নি। তবে সেই কাজ এখনও চলমান রয়েছে। পাশাপাশি তিস্তা যেহেতু আমাদের দেশের নদী, সেহেতু ভাটির দেশের জনগণ হিসেবে এই নদীর ওপর আমাদেরও অধিকার আছে।
তিনি আরও বলেন, আমাদের অধিকার আমরা কেমন করে সুরক্ষিত রাখতে পারি, তা নিয়ে চীন সরকারের সঙ্গে ২০১৬ সালে একটা স্বারক দেওয়া হয়েছিল, এর পরে একটা প্লান দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্লান আর আগায়নি। আমরা এসে সেই পরিকল্পনাকে মহাপরিকল্পনায় রুপ দেওয়ার জন্য চীন সরকারের সঙ্গে কথাবার্তা শুরু করেছি।
পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা জানেন যে এখানে আমরা পাঁচটা গণশুনানি করেছি, যাতে এই পরিকল্পনা সরকারের পরিকল্পনা না হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরিকল্পনা হয়।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এনায়েত উল্লাহ, উওরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, ঘাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ প্রমুখ।