দ্রুত বিচার না হলে আবার আসব গোপালগঞ্জে, নিজ হাতে মুজিববাদ মুক্ত করব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবারও পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব।'
আজ বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচির সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, 'আজকে বাধা না দেওয়া হলে, ভয় ও আতঙ্ক তৈরি না করা হলে, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত। আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশ—এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার যাতে রক্ষা করা হয়, সেই প্রতিশ্রুতি দিতে।'
নাহিদ ইসলাম বলেন, 'আজ মুজিববাদীরা বাধা দিয়েছে—তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কোন সাহসে মুজিববাদীরা এখনও গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? কারা আশ্রয় দিয়েছে?'
তিনি আরও বলেন, 'দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে, আমরা আবার আসব গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদী থেকে মুক্ত করব, ইনশাল্লাহ।'
সাবেক এ উপদেষ্টা বলেন, 'যারা গণ-অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন—আপনাদের দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, তবে নিজেদের রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে—যেমনটা আমরা গণ-অভ্যুত্থানে নিয়েছিলাম।'
'গোপালগঞ্জ নামে, এই সাম্যের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও, চাকরিতেও কোনো বৈষম্য আমরা সহ্য করব না। কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীর আস্তানাও আমরা সহ্য করব না', বলেন নাহিদ।
গোপালগঞ্জে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।
এনসিপি নেতাদের গাড়িবহর সমাবেশে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
আজ বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা গেছে, সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।
এর আগে, সকালে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা 'মার্চ টু গোপালগঞ্জ'কে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য এবং ইউএনও'র গাড়িচালক আহত হয়েছেন।
শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত সদস্য।