জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই শহিদ ও আহতদের স্মৃতিকে সমুন্নত রাখতে জাতীয় সনদকে অবশ্যই 'জুলাই সনদ' নামকরণ করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার প্রস্তাব দিয়েছেন তিনি।
রোবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এই এনসিপি নেতা বলেন, কমিশনে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয় ছিল যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আর কিছু বিষয় আছে যেগুলো সংবিধানসংশ্লিষ্ট। যেগুলো সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেগুলো অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, 'রাষ্ট্র কাঠামোর অনেক বিষয় সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেগুলোর জন্য সংবিধানে কতগুলো বিষয়ে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। এত বড় পরিবর্তন যে, সেগুলোকে শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে টেকসই করা সম্ভব কি না, তার আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। কারণ অতীতেও হাইকোর্টে সংবিধানের সংশোধনী চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে।'
এই এনসিপি নেতার মতে, কমিশনের মাধ্যমে যেসব সংস্কার ও সংশোধনীতে ঐকমত্য হবে, সেগুলোকে টেকসই করার একমাত্র উপায় হলো নতুন সংবিধান প্রণয়ন করা, যা একটি নবনির্বাচিত গণপরিষদ দ্বারা রচিত হবে।
তিনি আরও বলেন, এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন আখতার হোসেন।
একইসঙ্গে তিনি কমিশনের কাজ কার্যকর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার সুযোগ দিতে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।