যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম, এলএনজি, গম, তুলা আমদানি সহজ করার কথা বলেছে: বাণিজ্যসচিব

বাণিজ্যসচিব মাহবুবর রহমান আজ সোমবার জানিয়েছেন, নতুন ডকুমেন্টসে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নির্দিষ্ট কিছু পণ্য আমদানি আরও সহজ করার কথা বলেছে
তিনি বলেন, 'নতুন ডকুমেন্টসে যুক্তরাষ্ট্র আমাদের সামরিক সরঞ্জাম, বোয়িং, এলএনজি, গমসহ কৃষিপণ্য ও তুলা আমদানি আরও সহজ করার কথা বলেছে। তবে তারা গাড়ির বিষয়ে কিছু বলেনি।'
'আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছি, উড়োজাহাজ কেনার উদ্যোগও আছে', যোগ করেন তিনি।
বাণিজ্যসচিব আরও বলেন, 'চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা চলাকালে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে আমাদের চিঠি দেওয়া হতাশাজনক।'
আজ সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে বাণিজ্যসচিব যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ৮ তারিখ ও বাংলাদেশ সময় ৯ তারিখ সকালে পরবর্তী বৈঠক হবে। সেখানে অংশ নেবেন তিনি।