বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা কিশোরদের কান ধরানোর অভিযোগ ডাকসু সদস্য সর্বমিত্রর বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসায় প্রায় ত্রিশজন কিশোর-তরুণকে কানে ধরিয়ে উঠবস করানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে।
আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকালে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজ টাইম লাইনে দেন সূর্যসেন হল ছাত্রদলের সদস্যসচিব আবিদুর রহমান মিশু।
ভিডিওটি গত ৬ জানুয়ারি বিকাল ৪ টা ৪৪ মিনিটের বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করেন তিনি।
এতে দেখা যায়, কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণে প্রায় ৩০ জন কিশোর-তরুণ একসারিতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছে। তাদের সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা।
এ বিষয়ে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, 'আমি ভিডিওটা একটু আগে দেখেছি। আমি শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালকের সঙ্গে কথা বলেছি। আমি সর্বমিত্রের কাছে ব্যাখ্যা চেয়েছি, তার এ ঘটনার একটা ব্যাখ্যা দিতে হবে।'
