জুনের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৭১ কোটি ডলার
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩৭ কোটি ডলার।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ জুন মাসে বার্ষিক ভিত্তিতে ১৪.১ শতাংশ বৃদ্ধি পেয়ে মাসের ২৯ দিনে ২৭১ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছরের একই সময়ে ২৩৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স আয় ২৯ জুন পর্যন্ত রেকর্ড ৩ হাজার ২১ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরে সর্বোচ্চ।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে বাংলাদেশে রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়।