নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১.৩৭%
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে।
প্রতীকী ছবি: সংগৃহীত
চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ৩১.৩৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাস শেষে রেমিট্যান্স এসেছে ২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল ২.২০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে। চলতি বছর মার্চে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়নের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। আর দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত মে মাসে, ২.৯৭ বিলিয়ন ডলার।
