বিনিময় হার স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে আড়াই বিলিয়নের বেশি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আবারও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ১৩টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা দরে মোট ২০২ মিলিয়ন ডলার কেনা হয়। এ নিয়ে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কেনা ডলারের পরিমাণ দাঁড়াল ২ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক চলতি বছরের জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। বাজারে যোগান বেশি ও চাহিদা কম হলে ডলারের দাম কমে, আর চাহিদা বাড়লে দাম বাড়ে—এই ভারসাম্য বজায় রেখেই বাজারে হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, ডলারের দর কমার পেছনে কয়েকটি কারণ রয়েছে। সরকারি বড় পেমেন্টের চাপ সাম্প্রতিক সময়ে কমেছে, ফলে চাহিদাও কিছুটা নেমে এসেছে। একই সঙ্গে নতুন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের গতি শ্লথ হওয়ায় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে।
সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ২৯ শতাংশে, যা ইতিহাসের সর্বনিম্ন। অর্থাৎ পর্যাপ্ত ডলার থাকা সত্ত্বেও আমদানির তেমন অগ্রগতি নেই।
এছাড়া রেমিট্যান্স প্রবাহও বেড়েছে। নভেম্বর শেষে প্রবাসীরা পাঠিয়েছেন ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বাড়িয়েছে।
