পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ সেনাসদস্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর একটি বহরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন।
শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এক স্থানীয় সরকারি কর্মকর্তা।
তিনি বলেন, 'এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি যানবাহন নিয়ে সেনাবহরের ওপর হামলা চালায়। এতে ১৩ সেনা নিহত এবং ১০ সেনা ও ১৯ বেসামরিক নাগরিক আহত হন।'
স্থানীয় পুলিশের এক সদস্য জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।
হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে এলাকাটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়ভাবে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। চলতি বছরের মার্চে দক্ষিণ ওয়াজিরিস্তানের জামদোলা চেকপোস্টের কাছে ফ্রন্টিয়ার কর্পসের একটি ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১০ টিটিপি জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী।
একই মাসে বেলুচিস্তানের গুডালার ও পিরু কুনরির কাছে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে ২১ জন যাত্রী ও চারজন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হন।
গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদ-সম্পর্কিত হামলায় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১,০৮১ জনে, যেখানে ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৭৪৮। প্রাণহানির হিসেবে তালিকায় পাকিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে।