২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার আ. করিম (৫০), অপরজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া এলাকার মো. ইউসুফ খন্দকার (৭২)।
আ. করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইউসুফ খন্দকার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৩০৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৩৫ জন। বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১ জনের।