Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 22, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 22, 2025
রেনাটার ১,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা যেভাবে ১,৪০০ কোটির সমস্যায় পরিণত হলো

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম & রফিকুল ইসলাম
21 May, 2025, 10:25 am
Last modified: 21 May, 2025, 10:25 am

Related News

  • ঋণের নামে ১,১০২ কোটি টাকা আত্মসাৎ; এস আলমের বিরুদ্ধে দুই মামলা
  • কেন পাকিস্তানের আইএমএফ ঋণ ঠেকাতে ব্যর্থ হলো ভারত?
  • ১৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি
  • জুন নাগাদ বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির থেকে ৩৫০ কোটি ডলার পাবে বাংলাদেশ: গভর্নর
  • জুনের মধ্যেই আইএমএফসহ অন্যান্য সংস্থা থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলার আসবে: গভর্নর

রেনাটার ১,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা যেভাবে ১,৪০০ কোটির সমস্যায় পরিণত হলো

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, আর সেই বাধার মুখে পড়ে রেনাটার সম্প্রসারণ পরিকল্পনাও। তবে ভোগান্তির শেষ সেখানেই নয়।
তাওছিয়া তাজমিম & রফিকুল ইসলাম
21 May, 2025, 10:25 am
Last modified: 21 May, 2025, 10:25 am
ইনফোগ্রাফ: টিবিএস

করোনাভাইরাস মহামারি শুরুর ঠিক আগে, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি রেনাটা একটি বড় ধরনের সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছিল। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়ে যাওয়ায়, প্রতিষ্ঠানটি ১০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।

কিন্তু এরপরই শুরু হয় মহামারি।

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, আর সেই বাধার মুখে পড়ে রেনাটার সম্প্রসারণ পরিকল্পনাও। তবে ভোগান্তির শেষ সেখানেই নয়।

মহামারির পর যখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। এর প্রতিক্রিয়া সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আমদানিনির্ভর দেশগুলোকে, বিশেষ করে বাংলাদেশকে।

২০২২ সালের শুরুর দিকে প্রতি ডলার ৮৫ টাকায় লেনদেন হলেও, ছয় মাসের মধ্যে তা উঠে যায় ১১০ টাকায়। পরের ছয় মাসে দাম আরও বেড়ে ১২০ টাকায় পৌঁছায়। টাকার এই ব্যাপক অবমূল্যায়নের ফলে রেনাটার সম্প্রসারণ প্রকল্পের ব্যয় বেড়ে যায় ৪০০ কোটি টাকা। এতে ১,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গিয়ে ঠেকে ১,৪০০ কোটি টাকায়।

ফলে প্রকল্পের অর্থনৈতিক হিসাব পাল্টে যায় পুরোপুরি।

ঋণের সুদের হার বেড়ে যায়, পাশাপাশি আমদানিকৃত কাঁচামালের দামও বাড়ে। এর ফলে নাটকীয়ভাবে নেমে এসেছে রেনাটার মুনাফার হার। কয়েক বছর আগেও যেখানে প্রতিষ্ঠানটির মুনাফার হার ছিল ১৮ শতাংশ, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫ শতাংশে। মুনাফায় এই পতনের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে ঋণ পরিশোধের আর্থিক চাপকে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২১ সালের জুনে রেনাটার মোট ঋণ ছিল ৪৮০ কোটি টাকা, যা ২০২৪ সালের মার্চে গিয়ে দাঁড়িয়েছে ১,৯০০ কোটিতে।

রেনাটার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "সরকারি বিধি অনুযায়ী ১১৭টি ওষুধ ছাড়া অন্য সবগুলোর দাম বাড়াতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। সেই নিয়ম অনুযায়ী আমরা কিছু ওষুধের দাম বাড়াতে চাই।" 

তিনি বলেন, "রেনাটার মোট ৬২৬টি পণ্যের মধ্যে ১৯৪টি বাজার থেকে তুলে নিচ্ছি, কারণ সেগুলো এখন আর লাভজনক নয়। দাম বাড়াতে না দিলে, দু-একটি ব্যতিক্রম বাদে দেশে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি টিকে থাকতে পারবে না।"

তিনি আরও বলেন, "আমরা বায়োইকুইভিলেন্ট পণ্য তৈরি করি, এতে খরচ বেশি। আমাদেরই সর্বোচ্চ ৭৫টি বায়োইকুইভিলেন্ট প্রোডাক্ট আছে। এখন ড্রাগ ডেভেলপমেন্টে কোম্পানিগুলোর অনেক ব্যয় হচ্ছে। শুধু গত বছরই আমি এই খাতে ১০০ কোটি টাকা ব্যয় করেছি। এ বছর বাজেট ধরা হয়েছে ১৬৫ কোটি টাকা।"

এদিকে গত মাসে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ হালিমুজ্জামান বলেন, মূল্য সমন্বয় ছাড়া ওষুধ শিল্প বাঁচবে না।

তিনি বলেন, "চাল, ডাল, তেল, রিকশাভাড়া—সবকিছুর দাম বাড়ছে। ওষুধ তো কোনো ভিন্ন জগতে তৈরি হয় না। কাঁচামাল, পরিবহন, কর, গবেষণা ও উন্নয়নসহ প্রতিটি পর্যায়েই খরচ বেড়েছে। অথচ দাম আগের মতোই রয়েছে। এই খাতে যদি দ্রুত মূল্য সমন্বয় না হয়, তাহলে ফার্মাসিউটিক্যাল শিল্প ধ্বংস হয়ে যাবে।"

বিনিয়োগ পরিকল্পনা

২০১৯ সালে উৎপাদন ক্ষমতা বাড়াতে ১,০০০ কোটি টাকার মূলধনী যন্ত্রপাতিতে বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করে রেনাটা।

তৎকালীন সময়ে কোম্পানিটির ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল ৫০০ কোটি টাকা। বছরে ৫০০ কোটি টাকা মুনাফা ধরে সেই ভিত্তিতেই বিনিয়োগের পরিকল্পনা করা হয়।

২০২৩ সালের অক্টোবর মাসে সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কায়, স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে রেনাটা ৮৫০ কোটি টাকা তুলতে চেয়েছিল জিরো-কুপন বন্ড ও প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৬০ কোটি টাকার জিরো-কুপন বন্ড এবং ৩৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদনও দেয়। তবে ট্রেজারি বন্ডের মুনাফার উচ্চ হার থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ না পাওয়ায় তহবিল সংগ্রহের সে চেষ্টা ব্যর্থ হয়।

চলতি বছরের মার্চে বিএসইসি সাবস্ক্রিপশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে রেনাটা প্রেফারেন্স শেয়ার থেকে ২২৫ কোটি টাকা এবং জিরো-কুপন বন্ড থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয় বলে জানানকর্মকর্তারা।

রেনাটার মুনাফায় ধস

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে রেনাটা ৫০০ কোটির বেশি মুনাফা করেছিল। তবে ২০২২-২৩ অর্থবছরে সেই মুনাফা নেমে আসে ২৩৩ কোটি টাকায়।

২০২৩-২৪ অর্থবছরে মুনাফা কিছুটা বেড়ে ৩৬১ কোটিতে দাঁড়ালেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মুনাফা ৩৫ শতাংশ কমে নেমে এসেছে ১৬৮ কোটিতে। একই সময়ে কোম্পানির আর্থিক খরচ বেড়েছে ৫৬ শতাংশ।
 

Related Topics

টপ নিউজ

রেনাটা / রেনাটা ফার্মাসিউটিক্যালস / বিনিয়োগ পরিকল্পনা / ঋণ / অর্থনৈতিক মন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সরকারি কর্মকর্তাদের জন্য ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা, পাবেন ১ জুলাই থেকে 
  • অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর-কর্মকর্তাদের বহুল প্রত্যাশিত সভা ভেস্তে গেল যে কারণে
  • লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের, শনিবার থেকে কর্মবিরতি
  • হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
  • পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শালে পদোন্নতি, কী এর তাৎপর্য
  • করিডর নিয়ে 'কোনো আলোচনা হয়নি', ত্রাণ 'চ্যানেল' দেওয়ার প্রস্তাব বিবেচনায়: খলিলুর রহমান

Related News

  • ঋণের নামে ১,১০২ কোটি টাকা আত্মসাৎ; এস আলমের বিরুদ্ধে দুই মামলা
  • কেন পাকিস্তানের আইএমএফ ঋণ ঠেকাতে ব্যর্থ হলো ভারত?
  • ১৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি
  • জুন নাগাদ বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির থেকে ৩৫০ কোটি ডলার পাবে বাংলাদেশ: গভর্নর
  • জুনের মধ্যেই আইএমএফসহ অন্যান্য সংস্থা থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলার আসবে: গভর্নর

Most Read

1
বাংলাদেশ

সরকারি কর্মকর্তাদের জন্য ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা, পাবেন ১ জুলাই থেকে 

2
অর্থনীতি

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর-কর্মকর্তাদের বহুল প্রত্যাশিত সভা ভেস্তে গেল যে কারণে

3
বাংলাদেশ

লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের, শনিবার থেকে কর্মবিরতি

4
বাংলাদেশ

হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

5
আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধানকে ফিল্ড মার্শালে পদোন্নতি, কী এর তাৎপর্য

6
বাংলাদেশ

করিডর নিয়ে 'কোনো আলোচনা হয়নি', ত্রাণ 'চ্যানেল' দেওয়ার প্রস্তাব বিবেচনায়: খলিলুর রহমান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net