ঋণের নামে ১,১০২ কোটি টাকা আত্মসাৎ; এস আলমের বিরুদ্ধে দুই মামলা

নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ১১০২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ মে) দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামের ঋণের ৫৪৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমসহ ৩৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এছাড়া অপর মামলায় একইভাবে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।'