সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

ঢাকার সাভারে জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুর বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত যুবক মো. শাহীন (৩০) পেশায় একজন গাড়ির গ্যারেজের রং মিস্ত্রি। তিনি সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং পরিবার নিয়ে সাভারের রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গুলিতে নিহত যুবক ঘটনাস্থলের পাশেই একটি গাড়ির গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। তবে কে বা কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।
ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল বলেন, গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, নিহতের শরীরের বা দিকে বুকের পাজরের কাছে একটি গোলাকৃতির আঘাতের চিহ্ন পেয়েছেন তারা।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ২১ মিনিটে সাবেক এমপির বাড়ির সামনে এক দোকানের সামনে লোকজন কৌতুহলী দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছেন। তখন শাহীন রাস্তার অন্য প্রান্ত থেকে হেঁটে এসে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়ান। কিছুক্ষণের মধ্যেই তিনি হেলে পড়ে যান।
স্থানীয়দের ধারণা, গুলি করার সঙ্গে সঙ্গেই তিনি খুঁটির পাশে দাঁড়িয়ে পড়ে যান। যদিও গুলির শব্দ কেউ স্পষ্টভাবে শুনতে পাননি।