সাভারে সরকারি জমি দখলমুক্ত করার নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

ঢাকার সাভারে অবৈধভাবে দখল করে রাখা সরকারি খাসজমি দখলমুক্ত করার জন্য অবৈধ দখলদারদের নোটিশ দিতে গিয়ে এক ভূমি কর্মকর্তাসহ তিনজন হামলার শিকার হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার ভাকুর্তা শ্যামলাসী কলাতিয়াপাড়া এলাকায় তারা হামলার শিকার হন।
আহতরা হলেন, ফুলবাড়িয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুল করিম এবং অফিস সহকারী শাহরিয়ার আকাশ।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুপুর ২টা ৫০ মিনিটের দিকে জাহাঙ্গীর আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।'
সাভার উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, প্রায় ৯০ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভাকুর্তা শ্যামলাসী কলাতিয়াপাড়া এলাকায় স্থানীয় কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। আজ ফুলবাড়িয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ ৬-৭ জনের একটি দল দখলদারদের জমিটি নোটিশ দিতে যান। এ সময় দখলদারেরা নোটিশ গ্রহণের পরিবর্তে তাদের মারধর করেন।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুপুরে অবৈধ দখলদারদের নোটিশ দিতে গিয়েছিলেন তারা। এসময় দখলদারেরা নোটিশ গ্রহণ না করে উলটো তাদের ওপর হামলা করে। এতে তিনজন আহত হন।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।