চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতি আইসিডিতে বন্ধ কনটেইনার পরিবহন

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬ টা থেকে চট্টগ্রাম বন্দর, বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর, আইসিডিতে কনটেইনার নিয়ে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে বন্ধ রয়েছে প্রাইম মুভার চলাচল।"
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় সাত হাজার প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় এক হাজার ২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডেপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার টিবিএসকে বলেন, প্রতিদিন ১৯ টি আইসিডি থেকে দুই হাজার ২০০ থেকে আড়াইশো টিইইউ রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি কনটেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে যাবে।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে লাশ বহন করতে রাজী না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ এবং পুলিশ সদস্যরা আমাদের সংগঠনের সভাপতি সেলিম খান এবং দুজন চালক দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করে। তারা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "প্রাইম মুভার চালকদের মারধর করার অভিযোগ মিথ্যা। এ বিষয়ে আমি বিস্তারিত পরে জানানো হবে।"