পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে নয়াদিল্লিতে জরুরি তলব, পাকিস্তানি উপদেষ্টাদের বহিষ্কার

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। হামলার জেরে কড়া বার্তা দিয়ে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে। খবর বিবিসি'র।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাদ আহমেদকে তলব করে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে থাকা প্রতিরক্ষা, নৌ ও বায়ু উপদেষ্টাকেও বহিস্কারের সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়। পাশাপাশি, এই সামরিক উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠক হয়। প্রায় আড়াই ঘণ্টার ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পাঁচটি সিদ্ধান্ত ঘোষণা করেন।
এর মধ্যে রয়েছে– সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করা এবং 'সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প' বাতিল করা। এই প্রকল্পে পূর্বে অনুমতি পাওয়া পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত আরও সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের ভারতীয় দূতাবাসে কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক।