পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের গ্যাস-পানি সরবরাহ বন্ধের অভিযোগ ভারতের

ইসলামাবাদে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মৌলিক সুযোগ-সুবিধা ইচ্ছাকৃতভাবে সীমিত করার অভিযোগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে।
সিএনএন-নিউজ১৮–এর বরাত দিয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ভারতের জ্যেষ্ঠ সরকারি সূত্র এই পদক্ষেপকে ইচ্ছাকৃত এবং পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, এটি ভিয়েনা কনভেনশনের সরাসরি লঙ্ঘন, যেখানে বিদেশি কূটনীতিকদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার কারণে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন ও এর কর্মীদের বাসভবনে রান্নার গ্যাস, খাবার পানি এবং সংবাদপত্রের মতো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। সূত্রের বরাতে আরও বলা হয়েছে, হাইকমিশনের গ্যাস পাইপলাইন ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এবং গ্যাস সিলিন্ডার সরবরাহকারী বিক্রেতাদের ভারতীয় কর্মীদের কাছে গ্যাস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া স্থানীয় পানি বিক্রেতাদেরও হাইকমিশনে পানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে, এই বিধিনিষেধের কারণ নিয়ে ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
দ্য ইকোনমিক টাইমস–এর তথ্য অনুযায়ী, গত জুনে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও তাদের দেশে পাকিস্তানি কূটনীতিকদের জন্য সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেয়।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস আরও জানিয়েছে, ভারতীয় কর্মকর্তাদের ধারণা- সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা এবং অপারেশন সিঁদুর-এর মতো সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এই পদক্ষেপ নিয়েছে।