নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

ক্রিকেটের বর্তমান বাজারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অনেক দাম। ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোতে থাকে জৌলুশ, অর্থের ঝনঝনানি। প্রায় সব দেশের ক্রিকেটারেরই ইচ্ছা থাকে এসব টুর্নামেন্টে খেলার। বাংলাদেশের ক্রিকেটাররাও মাঝেমধ্যে দল পান, তবে বিদেশি লিগগুলোয় তেমন খেলা হয় না তাদের। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া কেউ-ই সেভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি।
এর মূল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়া। আবার খেলার অনুমতি পেলেও বেধে দেওয়া হয় সময়সীমা। এ কারণে অনেক ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েও পরে আর আগ্রহ দেখায় না। এ নিয়ে প্রতি বছরই সমালোচনা হজম করতে হয় বিসিবিকে। যদিও তাতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার অবস্থান বদলায় না, তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) সামনে রেখে আরও একবার আলোচনায় ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া না পাওয়ার ব্যাপারটি। আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পিএসএল। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের এবারের আসরে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। এ তিনজনের কেউ-ই অবশ্য এখনও অনাপত্তিপত্রের আবেদন করেননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, পিএসএলসহ এ ধরনের টুর্নামেন্টে ক্রিকেটারদের খেলা উচিত। যদিও এটা অনেক কিছুর ওপর নির্ভর করে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর নেতৃত্বে থাকা শান্ত সোমবার নাহিদের পিএসএল খেলা নিয়ে বলেন, '(নাহিদ রানার) এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক; সবকিছুর ওপর।'
'আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করবো, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।' যোগ করেন শান্ত।
পিএসএলের দল পেশোয়ার জালমি নাহিদকে দলে ভিড়িয়েছে। জাতীয় দল ও আবাহনীতে সতীর্থ হিসেবে পাওয়া তরুণ এই গতি তারকাকে নিয়ে শান্তর অনেক আশা। তিনি বলেন, 'সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।'
প্রিমিয়ার লিগে আবাহনীর ভালো সময়ই কাটছে। পাঁচ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। দল ভালো করলেও অধিনায়ক শান্ত ব্যাট হাতে নিষ্প্রভ। চার ইনিংসে ব্যাটিং করা বাঁহাতি এই ব্যাটসম্যান করেছেন মোটে ৭৮ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৩৭। স্ট্রাইক রেট আরও হতাশার, ৫৩.৭৯। এরপরও অবশ্য চিন্তিত নন শান্ত, 'দল যতোক্ষণ পর্যন্ত ম্যাচ জিতছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না।'