৯৪ শতাংশ জার্মান বলছেন, তারা টেসলার গাড়ি কিনবেন না: জরিপ

জার্মানির ১ লাখেরও বেশি মানুষের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৪ শতাংশ জার্মান টেসলার গাড়ি আর কিনবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপের গুরুত্বপূর্ণ বাজারটিতে টেসলার বিক্রি আগেই ধস নেমেছিল। এর মধ্যে নতুন এই জরিপের ফল টেসলার জন্য খারাপ সংকেতই বটে।
২০২৪ সালে জার্মানিতে টেসলার বিক্রি ২০২৩ সালের তুলনায় ৪১ শতাংশ কমে যায়, অথচ ওই বছর বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি বেড়েছে ২৭ শতাংশ।
বিক্রিতে এই ধস ইতিমধ্যেই জার্মানিতে টেসলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তবে ২০২৫ সালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আরও ভয়াবহ।
২০২৫ সালের প্রথম দুই মাসে টেসলার বিক্রি কমেছে ৭০ শতাংশ, যা ২০২৪ সালের হতাশাজনক পারফরম্যান্সের পর আরও বড় ধাক্কা।
টেসলার বিক্রি কমার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ইভি ব্র্যান্ডগুলোর উত্থান এবং মডেল ওয়াই-এর পরিবর্তন প্রক্রিয়া অন্যতম। তবে গত কয়েক মাস ধরে বিশেষজ্ঞরা বলছেন, মূল সমস্যা অন্য জায়গায়। জার্মানদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক।
জার্মানির স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ এবং কট্টর-ডানপন্থী দল এএএফডিকে সমর্থন দেওয়ার কারণে জার্মানিতে মাস্কের জনপ্রিয়তা ধ্বংসের মুখে।
ইউরোপে তার রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে তদন্ত চলছে। আর জার্মানিতে তার সুনাম নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার বিতর্কিত 'সিগ হাইল' স্যালুট ও নাৎসিবাদঘেঁষা পোস্টগুলোর পর জার্মানিতে তার ভাবমূর্তি রীতিমতো ধসে গেছে।
এই পরিস্থিতি ইউরোপে, বিশেষ করে টেসলার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। নির্বাচনে এএফডি মাত্র ২০ শতাংশ ভোট পেয়েছে। আর দলটির সমর্থকরাও যে টেসলার গাড়ির ক্রেতা হবে, এমন নিশ্চয়তা নেই।
এএফডি বরাবরই টেসলার বিরুদ্ধে। এমনকি তারা টেসলার বিরুদ্ধে বিজ্ঞাপনও চালিয়েছে।
এখন জার্মান নিউজ পোর্টাল টি-অনলাইন পরিচালিত নতুন এক জরিপ বলছে, মাত্র ৩ শতাংশ অংশগ্রহণকারী টেসলার গাড়ি কেনার কথা ভাববেন। এ জরিপে অংশ নিয়েছিলেন ১ লাখ জার্মান।
জরিপে অংশ নেওয়া টি-অনলাইনের ৯৪ শতাংশ পাঠক জানিয়েন, তারা টেসলার গাড়ি আর কিনবেন না। মাত্র ৩ শতাংশ বলেছেন, তারা এখনও টেসলার গাড়ি বিবেচনায় রাখবেন। প্রায় ১ লাখ পাঠক এই জরিপে ভোট দিয়েছে—যা জরিপে অংশগ্রহণের সংখ্যায় রেকর্ড। এই জরিপের বার্তা স্পষ্ট—জার্মানরা টেসলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
এই ফলাফলই বোঝাচ্ছে, জার্মানিতে টেসলার বিক্রি কেন তলানিতে ঠেকেছে।
টেসলার কিছু শেয়ারহোল্ডার এখনও আশাবাদী, নতুন মডেল ওয়াই বাজারে এলে পরিস্থিতির উন্নতি হতে পারে। কিন্তু এই জরিপের ফলাফল তেমন আশা দেখাচ্ছে না।
এছাড়াও শুধু মডেল ওয়াই নয়, জার্মানিতে টেসলার মডেল ৩-এর বিক্রিও ভয়াবহভাবে কমছে—যা ইঙ্গিত দিচ্ছে, সমস্যাটা মডেল ওয়াইতে নয়।