শিক্ষকদের এমপিও-ভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার

নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষকদের টানা ১৭ দিনের আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সিআর) আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।
সংগঠনটি জানিয়েছে, বুধবার (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পাওয়ার পর শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, 'নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে টানা ১৭ দিন আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। এ সময় আর্থিক অনটনে চিকিৎসার অভাবে দুইজন নন-এমপিও শিক্ষক মৃত্যুবরণ করেছেন।'
তিনি আরও বলেন, 'দীর্ঘদিন অবস্থানের ফলে অনেক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত অনেক শিক্ষককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।'
'আমরা দীর্ঘ ২৫-৩০ বছর ধরে বেতনহীন শিক্ষকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে সরকার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনার প্রস্তাব আসে।'
তিনি জানান, আলোচনায় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এবং এক যুগ্ম সচিব। নন-এমপিওদের পক্ষে নেতৃত্ব দেন অধ্যক্ষ সেলিম মিঞার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রধান সমন্বয়ক বলেন, 'শিক্ষা উপদেষ্টা ও সচিব জানিয়েছেন, আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।'
'সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো,' বলেন তিনি।