গুরুত্বপূর্ণ পোকরোভস্ক শহর দখলের দাবি রাশিয়ার—উইটকফের সফরের আগে ‘অতিরঞ্জিত’ বলছে ইউক্রেন
পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহর দখলের জোরালো দাবি জানিয়েছে রাশিয়া। গতকাল সোমবার এ দাবি জানায় তারা। তাদের এ দাবি সত্য হলে রুশ বাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয় হবে।
তবে ইউক্রেন তাদের এ দাবি খারিজ করে দিয়েছে। তারা বলছে, মস্কোর এমন 'অতিরঞ্জিত দাবি' মূলত যুদ্ধ শেষ করার আলোচনায় প্রভাব ফেলার উদ্দেশ্যে।
মস্কোর এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। তবে কৌশলগতভাবে এই কেন্দ্র দখলের জন্য কয়েক মাস ধরে তীব্র যুদ্ধ চলছিল। এ যুদ্ধের ফলে শহরটিতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।
মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের ফ্লোরিডায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরেই এ খবর আসে। তাছাড়া যুদ্ধ শেষ করার আলোচনার অংশ হিসেবে এর একদিন আগে আশা করা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে যাবেন এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
ইউক্রেন মস্কোর দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের 'কাউন্টারিং ডিসইনফরমেশন সেন্টার'-এর প্রধান আন্দ্রেই কোভালেনকো সোমবার সতর্ক করেছেন যে, রাশিয়া আগামী কয়েক সপ্তাহে সামনে অবস্থানকারী লড়াইয়ে চাপ প্রয়োগের জন্য অনেক চেষ্টা করবে এবং একই সঙ্গে শহর দখলের 'জোরালো দাবি'ও তারা জানাতে থাকবে।
তিনি বলেন, এটি করা হয়েছে 'বিশেষভাবে পশ্চিমা দর্শকদের দেখানোর জন্য এবং কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য'।
সোমবার প্রথম দিকে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে যে, পোকরোভস্ক ও এর আশপাশের এলাকায় 'কঠিন পরিস্থিতি সত্ত্বেও' তাদের সেনারা 'শত্রুর আক্রমণ প্রতিহত অব্যাহত রেখেছে'।
মস্কোর এই দাবি আসে ঠিক এক দিন পরে, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামনের সারির সৈন্যদের সঙ্গে দেখা করেন।
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ রোববার একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় পুতিনকে বলেছিলেন যে রাশিয়ার সেনারা পোকরোভস্ক দখল করেছে। তবে কেন ক্রেমলিন এই দাবি করা সাফল্য আগেই ঘোষণা করেনি তা স্পষ্ট নয়।
সোমবার ক্রেমলিনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রুশ সেনারা পোকরোভস্কের শহরের কেন্দ্রে রাশিয়ার পতাকা উত্তোলন করছে। এই অঞ্চল কিছুদিন ধরে মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে, এবং রুশ সেনারা দক্ষিণ দিক থেকে শহরের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়েছে।
পোকরোভস্ক দীর্ঘদিন ধরে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে দেখা হতো, কারণ এটি সড়ক ও রেল সংযোগের একটি কেন্দ্র। তবে প্রধান হাইওয়ে ও রেললাইনে ঘনঘন ড্রোন ও আর্টিলারি হামলার কারণে কিয়েভকে বিকল্প সরবরাহ পথ ব্যবহার করতে হয়েছে, যা শহরের কৌশলগত গুরুত্ব কমিয়ে দিয়েছে।
পেসকভ জানান, পুতিন রোববারের সফরে কমান্ডার এবং সামরিক কর্মীদের তাদের 'সফল কার্যক্রমের' জন্য ধন্যবাদ জানিয়েছেন।
পুতিন বলেন, 'আমি পোকরোভস্কে পরিচালিত অভিযানগুলোর ফলাফলের জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই – আপনাদের, পুরো কমান্ড ও কর্মী দলকে, এবং অবশ্যই সেই যোদ্ধাদের, আমাদের সৈন্যদের যারা এই সামরিক অভিযান সম্পন্ন করছেন।'
তিনি আরও বলেন, পোকরোভস্কে সফলতা 'যুদ্ধের সব লক্ষ্য অর্জনের দিকে ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করবে'।
