আমিনবাজারে পিজিসিবির গ্রিড সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে, আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে

সাভারের আমিনবাজারে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে লাগা আগুনের কারণে সকাল ৭ টা ১৫ মিনিট থেকে সাভারের আমিনবাজার হতে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার পর সকাল সাড়ে ১০টার দিকে আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) সিজান আহমেদ টিবিএসকে বলেন, 'আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। তবে কিছু সময় লোডশেডিং অব্যাহত থাকবে।'
সাবস্টেশনটি থেকে এই মুহূর্তে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিক সময়ে এ পরিমাণ থাকে ১৮০ মেগাওয়াট পর্যন্ত।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে লাগা আগুনে আশপাশের গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।