সাভারে বিএনপি নেতার গাড়িচালকের বিরুদ্ধে নারী কনস্টেবলকে মারধরের অভিযোগ

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী কনস্টে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার গাড়িচালকের বিরুদ্ধে। আজ রোববার (৯ মার্চ) দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় ওই পুলিশ সদস্য মারধরের শিকার হন।
ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় কর্মরত। ঘটনার পর তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক মো. সোহেল ওরফে বাবুকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত গাড়িচালক মো. সোহেল ওরফে বাবুকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগী ইতি খানম বলেন, আজ বিকেল আমার ডিউটি ছিল। দুপুরে আমি সাভারের বাসা থেকে কালিয়াকৈর থানায় যাওয়ার জন্য সাদা পোশাকে বের হই। আমি রিকশাযোগে সাভার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর রিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কারের চালক বকাঝকা শুরু করেন। এ সময় আমি নিজের পরিচয় দিয়ে তার আচরণের প্রতিবাদ করি। পরিচয় দেওয়ার পরপরই তিনি গাড়ি থেকে রড বের করে আমাকে পেটাতে থাকে।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে আমি এ ঘটনায় সাভার থানায় লিখিত অভিযোগ করেছি।
'খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই গাড়িচালকের নাম মো. সোহেল ওরফে বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান', যোগ করেন ইতি।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বিএনপি নেতা আহসান উল্লাহকে পাওয়া যায়নি।