আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষ, গ্রেপ্তার ৭

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরবর্তীতে শিল্পাঞ্চল পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।'
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, 'নাসা গ্রুপ নিয়ে মন্ত্রণালয়ে সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী, মালিকপক্ষ কিছু মালামাল বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে। বিক্রির জন্য সময় চেয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকরা সময় না দিয়ে মিটিংয়ের পরদিনই রাস্তায় নেমে ভাঙচুর চালায়, পুলিশকে আহত করে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও আহত হয়েছেন। তবে সব শ্রমিক নয়, হাতে গোনা কয়েকজন এ কাজে জড়িত। যারা আসলে প্রকৃত শ্রমিক নয়, বরং ভেতরে থাকা নাশকতাকারী ও দুষ্কৃতকারী। এ কারণে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'মূল যে টিপু সুলতান, সে আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল। শ্রমিকদের স্বার্থে নয়, বরং উত্তেজনা ও নাশকতা সৃষ্টির জন্যই মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছিল। তাকে আমরা গ্রেপ্তার করেছি, আদালতে সোপর্দ করেছি। আদালতের মাধ্যমে তার বিচার হবে। বাকি ছয়জনও নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।'
উল্লেখ্য, বুধবার বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা নরসিংহপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ জলকামান ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।