রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তথ্য অফিসার হিসেবে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে অনুসন্ধান কাম তথ্য অফিসার পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পেয়েছেন 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক' রাশেদুল ইসলাম (রাশেদ রাজন)।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাশেদ রাজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৫ আগস্টের পর বিভিন্ন সভা সেমিনারে তাকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক' হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে তার নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে আলোচননা -সমালোচনা শুরু হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, 'তাকে কোনো কোটায় নিয়োগ দেওয়া হয়েছে কিনা খতিয়ে দেখতে হবে।'