রাকসু নির্বাচন: ভিপি পদে জয়ী শিবিরের মোস্তাকুর, জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোটের' মোস্তাকুর রহমান জাহিদ বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে 'আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল'-এর সালাহউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
ভোট গণনা শেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
১৭টি হলের ফলের ফলাফলের ভিত্তিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোটের' ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট। আর ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ' প্যানেলের শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জিএস পদে 'আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল'-এর সালাহউদ্দিন আম্মার ১১,৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬,৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট।
নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার বলেন, 'আমার ম্যান্ডেট শিক্ষার্থী, সুতরাং তাদের জন্যই আমি কাজ করবো। শিক্ষক-কর্মকর্তাদের একটা গ্রাউন্ড থাকবে, তবে শিক্ষার্থীরাই আমার কাছে সব।'
নির্বাচনে পরাজয়ের পর ছাত্রদল মনোনীত এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, 'শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত! সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়।'
তিনি আরও লেখেন, 'আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকবো। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।'
রাকসুর ২৩টি পদের মধ্যে জিএস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ক্রীড়া সম্পাদক বাদে সব পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনিই একমাত্র নির্বাচিত প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।
গতকাল (১৬ অক্টোবর) দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে শেষ হয়।
ভোটগ্রহণ শেষে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শুরু হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।
এর আগে, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৬৯.৮৩ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
জানা গেছে, জাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ২০ হাজার ১৮৭টি।
রাকসুতে জিতলেন যারা
ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ
জিএস: সালাহউদ্দিন আম্মার
এজিএস: এস এম সালমান সাব্বির
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন
সহক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মদ নুন
সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা
সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম
মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা
সহমহিলা বিষয়ক সম্পাদক: সামিয়া জাহান
তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব
সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম
সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র)
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর
সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ
সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু
কার্যনির্বাহী সদস্য: মো. দ্বীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী, সুজন চন্দ্র এবং এ বি এম খালেদ