আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানায় ডাকাতি, মালামাল লুটের অভিযোগ

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে। গত বছরের ৫ জানুয়ারি থেকে কারখানাটি বন্ধ রয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাতদল বন্ধ থাকা কারখানাটিতে প্রবেশ করে। কারখানাটিতে প্রবেশের পর ডাকাতরা কারখানার নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে পরিত্যাক্ত এসি, কম্পিউটার, বৈদ্যুতিক মোটর, দামি ক্যাবল, আইপিএস এর ব্যাটারিসহ বিভিন্ন মালামাল লুট করে একটি ট্রাকে তুলে ভোর রাত ৪টার দিকে কারখানা ত্যাগ করে।
এ সময় ডাকাতরা কারখানা সংলগ্ন একটি দোকানেও লুটপাট চালায় বলে জানিয়েছে সূত্র।
যদিও ডাকাতির এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারখানা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
ডাকাতির বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, ঠিক কী ঘটেছিল সেটি আমরা তদন্ত করছি।"
তিনি বলেন, "তারা (ডাকাত) সংখ্যায় ৩০ থেকে ৩৫ জন ছিল। সিকিউরিটির লোকজন যেটি বলছে যে, রাত ৯টা থেকে ৪ টা পর্যন্ত ছিল ডাকাতরা। কিন্তু এই পুরো সময়ে আমরা একটা কল পর্যন্ত পাইনি; এমনকি ৯৯৯ এও কেউ একটা কল করেনি।"
"কারখানাটি বন্ধ প্রায় ১৪ মাস যাবত। এছাড়াও কারখানাটিতে শ্রমিকদের কিছু দেনাপাওনার ইস্যুও আছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি; থানা পুলিশ, সেনাবাহিনীও কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে," যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।