মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো হবে: উপদেষ্টা ফাওজুল

মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়া ঢাকায় চুরি-ছিনতাইসহ অন্যান্য আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকার প্রধান ৪টি বাস টার্মিনাল সিসিটিভির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
আজ রোববার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মহাসড়কে ডাকাতির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দেবে, যাতে ডাকাতি না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে।'
তিনি আরও বলেন, ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, গাবতলী এবং সায়দাবাদ টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো মনিটরিং করা হবে।
ইতিমধ্যে সড়কে ডাকাতি রোধে পুলিশ বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।
টিকেট কালোবাজারি, বাড়তি ভাড়া ও চাঁদা নিয়ন্ত্রণ
ঈদের শেষ দিকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'এসব জায়গা বিভিন্ন টিম নিয়মিত পরিদর্শন করবে। আমরা ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা করার চেষ্টা করছি।'
মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, 'সড়কপথে কেউ কোনো ধরনের চাঁদাবাজি করতে পারবে না। এধরনের কোনো তথ্য পেলে আমরা ব্যবস্থা নিব।'
কালোবাজারেও কোনো টিকিট বিক্রি করা হবে না বলে বৈঠকে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
তিনি বলেন, 'কালোবাজারী টিকিট বিক্রির অভিযোগ গ্রহণের জন্য আমরা হেল্প ডেস্ক স্থাপন করব। এধরনের কর্মকাণ্ডে জড়িত যে কারও বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কালোবাজারি রোধে, একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি টিকিট কাটতে পারবেন।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঈদে রাস্তায় ফিটনেস বিহীন বাস চলাচল করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
গতি বাড়ছে পদ্মাসেতুতে
উপদেষ্টা বলেন, 'পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘন্টায় ৬০ কিলোমিটারের পরিবর্তে ৮০ কিলোমিটার করা হবে। ফলে যানজট হবে না।'
একইসঙ্গে ঈদে সড়ক দুর্ঘটনায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।