জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নিচ্ছে অ্যামাজন

জেমস বন্ড চলচ্চিত্র সিরিজ আর ব্রোকলি পরিবারের নিয়ন্ত্রণে থাকছে না। দীর্ঘদিনের প্রযোজক বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি'র।
১৯৬২ সালে অ্যালবার্ট 'কাবি' ব্রোকলি প্রথম জেমস বন্ড চলচ্চিত্র প্রযোজনা করেন। পরবর্তীসময়ে তার কন্যা বারবারা ব্রোকলি ও সৎপুত্র মাইকেল জি উইলসন এ দায়িত্ব গ্রহণ করেন। তবে এবার তারা সৃজনশীল বিভাগের নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএম স্টুডিওসের কাছে হস্তান্তর করছেন। ২০২২ সালে অ্যামাজন বন্ডের মূল স্টুডিওর মালিকানা কিনে নেয়।
চার বছর আগে মুক্তিপ্রাপ্ত 'নো টাইম টু ডাই' ছিল অভিনেতা ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা। এরপর থেকেই নতুন বন্ডকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছিল। নতুন চুক্তির ফলে পরবর্তী 'ডাবল ও সেভেন' নির্বাচনের দায়িত্ব এখন অ্যামাজনের হাতে। তবে নতুন সিনেমার প্রযোজনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে জেমস নর্টন, অ্যারন টেইলর-জনসন ও থিও জেমসসহ কয়েকজন অভিনেতার নাম আলোচনায় রয়েছে।
বৃহস্পতিবারের ঘোষণার পর অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে প্রশ্ন করেন, 'আপনারা পরবর্তী বন্ড হিসেবে কাকে দেখতে চান?'
এক বিবৃতিতে জানানো হয়, ব্রোকলি ও উইলসন নতুন একটি যৌথ উদ্যোগের মাধ্যমে সিরিজের সহ-মালিক থাকবেন, তবে সৃজনশীল বিভাগের নিয়ন্ত্রণ থাকবে অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে।
৮৩ বছর বয়সি মাইকেল উইলসন বলেন, 'প্রায় ৬০ বছর ধরে ০০৭ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার পর আমি প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি এবং এখন শিল্প ও সমাজসেবামূলক কাজে মনোযোগ দিতে চাই। তাই বারবারা ও আমি মনে করি, জেমস বন্ডের ভবিষ্যৎ আমাদের আস্থাভাজন অংশীদার অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।'
৬৪ বছর বয়সি বারবারা ব্রোকলি বলেন, 'আমাদের বাবা প্রযোজক কাবি ব্রোকলির কাছ থেকে পাওয়া এই ঐতিহ্য ধরে রাখা ও সমৃদ্ধ করা ছিল আমার ও মাইকেলের জীবনের অন্যতম লক্ষ্য। ০০৭ চরিত্রে অভিনয় করা চারজন অসাধারণ অভিনেতা এবং এই শিল্পের হাজারো প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। 'নো টাইম টু ডাই' সিনেমার সমাপ্তি এবং মাইকেলের অবসরের পর আমি মনে করি, এখন আমার অন্যান্য প্রকল্পের দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।'
কাবি ব্রোকলি ও সহ-প্রযোজক হ্যারি সাল্টজম্যান একসঙ্গে এই আইকনিক ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু করেন। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত 'অ্যা ভিউ টু অ্যা কিল' সিনেমায় প্রযোজক হিসেবে উইলসন যুক্ত হন। এরপর ১৯৯৫ সালে 'গোল্ডেনআই' দিয়ে বারবারা তার বাবার স্থলাভিষিক্ত হন এবং উইলসনের সঙ্গে যৌথভাবে বন্ড সিরিজের প্রযোজনা চালিয়ে যান।
ব্রোকলি ও উইলসন এতদিন বন্ড চরিত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন, যা ড্যানিয়েল ক্রেগও স্বীকার করেছেন। গত নভেম্বরে তাদের সম্মানসূচক অস্কার প্রদানকালে তিনি বলেন, 'বছরের পর বছর ধরে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্ড চরিত্রের নিজস্ব সংস্করণ গড়ে তুলতে চেয়েছে। কিন্তু বন্ডকে ২১ শতকে নিয়ে আসার ক্ষেত্রে বারবারা ও মাইকেলের প্রতিজ্ঞা ও সংরক্ষণশীল মনোভাবের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।'
২০২১ সালে অ্যামাজন এমজিএম অধিগ্রহণের সিদ্ধান্ত নিলে বন্ডের স্বত্বাধিকারী ইওন প্রোডাকশনসের সঙ্গে চুক্তির অংশ হিসেবে বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসন ঘোষণা দিয়েছিলেন যে, সৃজনশীল বিভাগের নিয়ন্ত্রণ তারা নিজেদের কাছেই রাখবেন।
কিন্তু এবার তারা সেই নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন। ফলে সিরিজের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিকে আরও বিস্তৃত করার সম্ভাবনা উন্মোচিত হয়েছে।
অ্যামাজন এখন ডিজনি+ প্ল্যাটফর্মে স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির মতো নতুন স্ট্রিমিং স্পিন-অফ তৈরি করতে পারে।
প্রাইম ভিডিও ও অ্যামাজন এমজিএম স্টুডিওসের প্রধান মাইক হপকিন্স বলেন, 'আমরা সারা বিশ্বের দর্শকদের জন্য ০০৭-এর পরবর্তী অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি।'
এই নতুন চুক্তির ঘোষণার ফলে স্পষ্ট হয়েছে কেন এতদিন ধরে ২৬তম বন্ড সিনেমা ও নতুন অভিনেতার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ব্লকবাস্টার সিনেমা তৈরি করতে দীর্ঘ সময় লাগে। ফলে 'নো টাইম টু ডাই' এবং পরবর্তী ছবির মধ্যকার বিরতি বন্ড সিরিজের ইতিহাসে সর্বোচ্চ ছয় বছরের রেকর্ড ভাঙতে পারে।
অক্টোবরে অ্যামাজন এমজিএম স্টুডিওসের প্রধান জেনিফার সালকে দ্য গার্ডিয়ান-কে জানান, 'আমরা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে বিভিন্নভাবে এগোতে পারি। ছবিগুলোর মধ্যে দীর্ঘ বিরতি চাই না, তবে এখনই এ নিয়ে চিন্তিত নই।'
তিনি আরও বলেন, কোম্পানির সঙ্গে ব্রোকলি ও উইলসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তবে ডিসেম্বরে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ব্রোকলি পরিবার ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের মধ্যে সম্পর্ক প্রায় ভেঙে পড়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ব্যক্তিগত আলাপচারিতায় ব্রোকলি অ্যামাজনের কর্মকর্তাদের 'অযোগ্য' বলে অভিহিত করেছিলেন।