জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা

পরবর্তী জেমস বন্ড সিনেমার পরিচালক হিসেবে অস্কার মনোনীত ফরাসি-কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভকে নিয়োগ করা হয়েছে বলে ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও। খবর বিবিসি'র
স্টুডিওর বিবৃতিতে ডুন ছবির পরিচালক ভিলেনিউভ বলেছেন, 'আমি জেমস বন্ডের ডাই-হার্ড ভক্ত এবং ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্যকে সম্মান জানাতে চাই।'
দীর্ঘদিনের বন্ড প্রযোজক বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসন ফেব্রুয়ারিতে তাদের পদত্যাগের পর থেকে ০০৭ সিরিজের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে।
ভিলেনিউভ নতুন ছবির নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন। ডুনের পাশাপাশি ব্লেড রানার ২০৪৯ ও অ্যারাইভাল পরিচালনার জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত।
ড্যানিয়েল ক্রেগ সাম্প্রতিক বন্ডের ভূমিকায় আর থাকছেন না; তবে অ্যামাজন এখনও কোনো নতুন বন্ড অভিনেতার নাম প্রকাশ করেনি।
বন্ডে ভিলেনিউভ নতুন কী আনবেন?
ভিলেনিউভ নতুন ছবির দায়িত্বকে 'বিপুল' হিসেবে বর্ণনা করে তার উত্তেজনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'আমি বাবার সঙ্গে শন কনেরির ডক্টর নো থেকে বন্ড সিনেমা দেখে বড় হয়েছি। আমি বন্ডের একজন অন্তপ্রাণভক্ত। আমার কাছে তিনি পবিত্র।'

তিনি আরও বলেন, 'আমি ঐতিহ্যকে সম্মান জানাতে চাই এবং ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতের নতুন মিশনের পথ খুলে দিতে চাই।'
অ্যামাজন এমজিএম স্টুডিওর প্রধান মাইক হপকিন্স ভিলেনিউভকে 'সিনেমাটিক মাস্টার' আখ্যা দিয়ে তার গল্প বলার দক্ষতার প্রশংসা করেছেন।
ভিলেনিউভের সিনেমাগুলোতে সাধারণত জটিল চরিত্র-কেন্দ্রিক গল্পের সঙ্গে স্টাইলিশ ভিজ্যুয়ালের মিশেল দেখা যায়। তার চরিত্রগুলো প্রায়শই একাকী, আবেগগতভাবে বিচ্ছিন্ন, নৈতিক দ্বিধাদ্বন্দ্বে ভোগে এবং আত্ম অনুসন্ধানে লড়াই করে।
তিনি টান টান উত্তেজনা ও উদ্বেল আবেগ দিয়ে প্রভাবশালী, নৃশংস এবং কাট কাট অ্যাকশন দৃশ্য নির্মাণ করেন।
এর মানে, তার বন্ড সংস্করণ ড্যানিয়েল ক্রেগের বাস্তবমুখী ক্যাসিনো রয়্যালের তুলনায় রজার মুরের কাল্পনিক ০০৭ থেকে অনেক বেশি বাস্তবসঙ্গত হবে।
জেমস বন্ড ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাবের প্রতিক্রিয়া
ক্লাবের মুখপাত্র অজয় চৌধুরী মনে করেন, ভিলেনিউভের নিয়োগ ফ্র্যাঞ্চাইজির 'ভবিষ্যতের সবচেয়ে শৈল্পিক গুরুত্বপূর্ণ উন্নয়ন'।
তিনি বিবিসিকে বলেন, এটি একটি বড় প্রমাণ যে ৭০ বছরের এই সিরিজের সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করেই বাণিজ্যিকভাবে গুরুত্বসম্পন্ন এই ফ্র্যাঞ্চাইজির পরিচালক হিসেবে ভিলেনিউভকে বেছে নেওয়া হয়েছে।
'ডার্কার দ্যান দ্য সান: অ্যান অ্যাটলাস অফ জেমস বন্ড মুভি লোকেশনস'-এর সহ-লেখক অজয় চৌধুরী বলেন, ভিলেনিউভ ইতোমধ্যে 'শক্তিশালী ভিজ্যুয়ালিস্ট' ও 'এই ঘরানার প্রতিভাবান' হিসেবে প্রমাণিত হয়েছেন।

পরবর্তী বন্ড ছবি কবে মুক্তি পাবে?
পরবর্তী বন্ড ছবির শুটিং ও মুক্তির সঠিক তারিখ এখনও ঘোষণা হয়নি।
ভিলেনিউভ এই বছরের শেষে ডুন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'ডুন মেসিয়া'র শুটিং শুরু করবেন, যা ২০২৬ সালে মুক্তি পাবে।
তার হাতে আরও কিছু প্রজেক্ট আছে — 'নিউক্লিয়ার ওয়ার: আ সিনারিও', 'ক্লিওপেট্রার নতুন সংস্করণ' এবং 'রেন্ডেজভাস উইথ রামা'।
গত সেপ্টেম্বর ভ্যানিটি ফেয়ারে তিনি বলেছিলেন, 'আমার এখন অনেক কাজ বাকি।'
সিকারিও, প্রিজনার্স ও ইনসেন্ডিজের মতো দর্শক সমালোচিত ছবির মাধ্যমে ভিলেনিউভ খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত ২০১৬ সালের সায়েন্স ফিকশন থ্রিলার অ্যারাইভাল সর্বপ্রথম অস্কার মনোনয়ন পায়।
সম্প্রতি ব্লকবাস্টার 'ডুন' ও 'ডুন: পার্ট টু' বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে এবং দুটি ছবিই সেরা ছবি হিসেবে অস্কারে মনোনীত হয়।

নতুন বন্ডে কে অভিনয় করবেন?
সবার মুখে একটাই প্রশ্ন, নতুন বন্ড কে হবেন?
অজয় চৌধুরীর মতে, 'সিনেমার সবচেয়ে কাঙ্ক্ষিত চরিত্রের জন্য' প্রথমে চিত্রনাট্য ও দৃষ্টিভঙ্গি ঠিক করা দরকার, এরপর এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ব্রিটিশ অভিনেতা অ্যারন টেলর-জনসন ও জেমস নর্টনের পাশাপাশি আইরিশ অভিনেতা পল মেসকালের নামও এই তালিকায় আলোচিত হচ্ছে।
অজয় চৌধুরী বলেন, নতুন বন্ড 'গোল্ডিলক্সের পর্যায়ের জনপ্রিয়তা' থাকা উচিত—এর বেশি বা কম নয়, মাঝারি।
তিনি বলেন, 'ক্যালাম টার্নার, জো অ্যালউইন, জ্যাক লোডেনের মতো নামও মনে আসে।'
তিনি আরও বলেন, 'পরবর্তী দশকে ফ্র্যাঞ্চাইজিকে টিকিয়ে রাখতে নতুন ০০৭কে যথেষ্ট তরুণ হতে হবে। সম্ভবত তাকে ব্র্যান্ড অংশীদারদের স্পনসরশিপ প্রচারণায় নেতৃত্ব দিতে হবে, ভিডিও গেমে অংশ নিতে হবে এবং কোনো টিভি স্পিন-অফে অতিথি শিল্পী হিসেবেও উপস্থিত হতে হতে পারে।
অজয় চৌধুরী বলেন, 'ড্যানিয়েল ক্রেগের পর বন্ডের দায়িত্ব গ্রহণ সহজ হবে না।'