ছাত্র আন্দোলন ঘিরে ক্ষতির জন্য কোনো প্রণোদনা পাবেন না ব্যবসায়ীরা: কেন্দ্রীয় ব্যাংক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণার ফলে ব্যবসায়ীদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেজন্য কোনো ধরনের প্রণোদান সুবিধা দেবে না কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এমন সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
সাম্প্রতি বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন থেকে ঋণ পরিশোধে ছাড়সহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশকিছু সুবিধা চেয়েছিলেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সাইদুর রহমান বলেন, "কোভিডের সময়ে ও পরবর্তিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ব্যবসায়ীরা অনেক ছাড় পেয়েছেন। নতুন করে ব্যবসায়ীদের এমন ছাড় দেওয়ার সুযোগ নেই। এখন সব প্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে ঋণ পরিশোধ করতে হবে।"
বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
ডেপুটি গভর্নর সাইদুর রহমান বলেন, "আমাদের কোভিডের পরবর্তীতে ডেপার্ড পেমেন্ট ও আমদানিও বেড়ে যাওয়ায়, রিজার্ভ কমেছে। এখন আমরা বিদেশে যেসব রপ্তানি আয় আটকে আছে তা দ্রুত সময়ে আনার ব্যবস্থা করবো। একইসঙ্গে আশা করছি, প্রবাসীরা নতুন সরকার গঠন হলে ব্যাপক পরিমাণ রেমিট্যান্স পাঠাবে। যার ফলে আমাদের রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী হবে।"
তিনি বলেন, "পূর্বে আমাদের অর্থনীতির যে ক্ষতিটা হয়েছে, এর দায় আমরা এড়াতে পারিনা। কারণ আমারা সমস্যাগুলো প্রপারলি অ্যাড্রেস করার সুযোগ পায়নি। কেন পাইনি, তার নানান বস্তবাতা ছিল। সমস্যাগুলো ঠিকভাবে অ্যাড্রেস করতে পারে অর্থনীতির এমন ব্লিডিং হত না। তবে এখন সব ব্লিডিং বন্ধ করার সুযোগ এসেছে।"