জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৬৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৩২%

চলতি জুলাই মাসের ৩০ দিনে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়ে এ আয় দাঁড়িয়েছে ২.৩৬৮ বিলিয়ন ডলারে।
আজ (৩১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স আয় ছিল ১.৭৯৪ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক অর্থবছরে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড।
পূর্ববর্তী অর্থবছরে আয় ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। সে হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬.৮০ শতাংশ।