মেঘনা ব্যাংকের এমডি কাজী আহসান খলিলের পদত্যাগ

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। আজ রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি পদত্যাগপত্রের অনুলিপি তিনি বাংলাদেশ ব্যাংকেও পাঠিয়েছেন।
গত বছরের এপ্রিলে ৩ বছরের জন্য তিনি ব্যাংকটির এমডি হিসেবে যোগ দেন। তবে ১৫ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।
জানতে চাইলে কাজী আহসান খলিল বলেন, 'নতুন পর্ষদ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে ছুটিতে পাঠানোর উদ্যোগ নেয়। আমি সেই প্রস্তাবে রাজি না হয়ে নিজেই পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করলেই আরও অনেক কিছু জানতে পারবে।'
৩৫ বছরের কর্মজীবনে কাজী আহসান খলিল প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। তিনি মেঘনা ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
চলতি বছরের মার্চে মেঘনা ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির শেয়ারধারী পরিচালকের পাশাপাশি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। যাদের দুজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা।